৪৫ তম বিসিএস প্রিলি
২৫,০০০+ প্রশ্ন সলভ ব্যাচ
২৫,০০০+ প্রশ্ন ব্যাংক সলভ (ব্যাখ্যা সহ)
৫৭ টি মডেল টেস্ট
১০ টি সাবজেক্ট ফাইনাল
২ টি ২০০ নম্বরের মক টেস্ট

২৫,০০০+ প্রশ্ন সলভ (ব্যাখ্যাসহ পড়লে ১৫০+ কমন পাবার সম্ভাবনা!)
৪৪ বিসিএস প্রিলিতে P2A এর ২৫,০০০+ প্রশ্নের প্রশ্নব্যাংক এবং প্যারালাল প্রশ্ন মিলিয়ে প্রশ্ন কমন এসেছিল ১৭১ টি।
৪৪ বিসিএস প্রিলির অভিজ্ঞতার আলোকে এবার P2A এর প্রশ্নব্যাংকে যুক্ত হয়েছে ব্যাখ্যা।
এই ২৫,০০০+ প্রশ্ন সলভ এবং ৫৭ টি মডেল টেস্ট দিলে অন্তত ১৫০+ প্রশ্ন কমন পেতে পারেন। এ কথা বলতে পারছি আমাদের পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে। ৪১, ৪৩ ও ৪৪ তম প্রিলি কোনো পরীক্ষাতেই আমাদের প্রশ্ন ব্যাংক থেকে ১৬০ এর নিচে কমন আসেনি। যারা মনোযোগ দিয়ে সব প্রশ্ন সলভ করেছে তারাই পেয়েছে ফল।
বাংলাদেশে আর কোনো কোচিং এর যে সার্ভিস নেই সেটা হলো ২৪ ঘন্টা বিভিন্ন প্রশ্নের সমাধান দেয়া।
রাত ১২ টা কিংবা ভোর ৬ টা; টেলিগ্রাম গ্রুপে যেকোনো প্রশ্ন পোস্ট করবেন আর P2A এর অভিজ্ঞ মেন্টররা ঝাপায়ে পড়বে সে প্রশ্নের সমাধান দিতে।
এতো যত্ন আর কোথায় পাবেন?
এখনি ভর্তি হয়ে আজ থেকেই টপিক অনুযায়ী গুগল ফর্মে প্রশ্ন সলভ শুরু করে দিন। এক সেট প্রশ্ন সাবমিট করলেই পেয়ে যাবেন ব্যাখ্যাসহ সঠিক উত্তর। প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা থাকায় ১ টি প্রশ্ন সলভ করলেই ব্যাখ্যা পড়ে আপনার জানা হয়ে যাবে একই ক্যাটাগরির আরো ৪-৫ টি প্রশ্ন।
যত আগে ভর্তি হবেন ততো এগিয়ে থাকবেন। কারণ ১৫ অক্টোবর থেকে শুরু হবে এই প্রশ্নব্যাংক কে বেইজ করে টপিকওয়াইজ এক্সাম। রুটিন অনুযায়ী টপিকগুলোর উপর সারাদিন প্রশ্নব্যাংক সলভ করবেন এবং বই থেকে সংশ্লিষ্ট টপিকটি রিভিশন দিবেন।
টপিকওয়াইজ এক্সাম চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
এরপর নেয়া হবে ১০ টা সাবজেক্ট ফাইনাল।
পরীক্ষার আগে প্রিলির আদলে ২ টি ২০০ নম্বরের মক টেস্ট দিয়ে কাটিয়ে নিতে পারবেন পরীক্ষাভীতি।
যে সাবজেক্টের যত প্রশ্ন সলভ করানো হবে-
বাংলা: ৪০০০+ প্রশ্ন
ইংরেজি: ৪০০০+ প্রশ্ন
বাংলাদেশ বিষয়াবলি: ৫০০০+ প্রশ্ন
আন্তর্জাতিক বিষয়াবলি: ৫০০০+ প্রশ্ন
সাধারণ বিজ্ঞান: ২০০০+ প্রশ্ন
কম্পিউটার ও আইসিটি: ২০০০+ প্রশ্ন
ভূগোল: ১৫০০ প্রশ্ন
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১০০০ প্রশ্ন
গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা: ১০০০ প্রশ্ন
কোর্স ফি: ৳১২৫০
ভর্তি হতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমে নিচে বর্ণিত উপায়ে পেমেন্ট সম্পন্ন করুন।
পেমেন্ট পদ্ধতি:
সরাসরি বিকাশে পেমেন্ট করতে Pay via bKash বাটনে ক্লিক করুন অথবা মোবাইল থেকে Make Payment অপশন সিলেক্ট করে 01700-94 54 94 এই নাম্বারে পেমেন্ট করুন। পেমেন্ট করার পর নিচে ENROLL NOW বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করবেন।