fbpx

৪৬ তম বিসিএস প্রিলি কোর্স

ফেসবুকে ঢুকলেই বিসিএস কোচিং এর বিজ্ঞাপন! এতো এতো প্রতিষ্ঠানের ভীড়ে আপনাকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে পারে কে?

উত্তর খুব সহজ। যেখানে পাবেন সেরা যত্ন।

গতানুগতিক অনলাইন কোচিং থেকে P2A  এর যোজন যোজন দূরত্ব।

কারণ এখানে শিক্ষার্থীকে রেকর্ড ক্লাস ধরায়ে দিয়ে চুপচাপ বসে থাকা হয়না।

প্রতিটা ক্লাসই হয় লাইভ।

লাইভ ক্লাস করেই শেষ না। এই ক্লাসের উপর P2A এর এক্সক্লুসিভ কোশ্চেন ব্যাংক থেকে সলভ করানো হয় ২০০ থেকে ৩০০ প্রশ্ন।

শুধু এটুকু হলেই P2A এর সাথে অন্যদের পার্থক্য থাকে কোথায়?

পার্থক্য এখানেই যে, যে সময়টাতে আপনার পড়ার টেবিলে বসতে মন চাইবেনা সে সময়ে আপনি খেলতে পারবেন কাহুট। খেলতে খেলতেই আয়ত্তে আনতে পারবেন প্রতিটি লেকচার।

লেকচারে যা পড়ানো হয় তার উপর কোশ্চেন সলভ এবং কাহুট প্লে করার পর আপনার আইডিয়া একদম ফকফকা!

যেদিন ক্লাস করবেন পরদিনই আবার সে লেকচারের উপর ক্লাসটেস্ট।

এখানেই শেষ না।

পুরো সপ্তাহে যা পড়বেন তার উপর হবে উইকলি মেগা এক্সাম!

যতোই ফাঁকি দেয়ার ইচ্ছে থাকুক না কেনো, কীভাবে যে পড়া হয়ে যাবে টেরই পাবেন না।

আসল কথাই তো বললাম না!

একটা সাবজেক্টে সবগুলো লেকচার শেষে রয়েছে ওপেন বুক এক্সাম।

এটা আবার কী জিনিস!

ওপেন বুক এক্সাম মানে পুরো সাবজেক্টের উপর ৩০০০-৪০০০ এক্সক্লুসিভ প্রশ্ন সলভ করানো হয় একদম ব্যাখ্যা সহ।

সবশেষে হয় সাবজেক্ট ফাইনাল।

P2A এর সিস্টেমটাই এমন যে আপনার কম পড়ার অভ্যাস থাকলেও এতো এতো এক্সাম দিতে গিয়ে কোন ফাঁকে যে পড়া হয়ে যাবে বুঝবেনই না।

 

বাংলাদেশে আর কোনো কোচিং এর যে সার্ভিস নেই সেটা হলো ২৪ ঘন্টা বিভিন্ন প্রশ্নের সমাধান দেয়া।

রাত ১২ টা কিংবা ভোর ৬ টা; টেলিগ্রাম গ্রুপে যেকোনো প্রশ্ন পোস্ট করবেন আর P2A এর অভিজ্ঞ মেন্টররা ঝাপায়ে পড়বে সে প্রশ্নের সমাধান দিতে।

এতো যত্ন আর কোথায় পাবেন?

সব প্রতিষ্ঠানই কোর্সের বিজ্ঞাপনে নিজেদের গুণগান করে। P2A এর সবচেয়ে বড় বিজ্ঞাপন হচ্ছে সাবেক শিক্ষার্থীরা যারা P2A থেকে কোর্স করেছে। দেখুন P2A তে কোর্স করে যাওয়া বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কী বলে?

P2A Ex-Students’ Feedback

ইউটিউবে আমাদের ক্লাস দেখে নিজেই যাচাই করুন।

৪৬ বিসিএস এর ফুল কোর্সে যা থাকছে-

  • ২৫০+ লাইভ ক্লাস
  • ৩৫০+ এক্সাম
  • ১০ টি বিষয়ের লেকচার বুক
  • প্রতিটি ক্লাসের রেকর্ড
  • প্রতিটি ক্লাসের লেকচার স্লাইড
  • প্রতিটি ক্লাসের পর ক্লাস টেস্ট
  • সপ্তাহের সব ক্লাসের উপর উইকলি মেগা এক্সাম
  • ৬০০+ KAHOOT গেম
  • ২৫,০০০+ MCQ প্র্যাক্টিস
  • ৫০ টি মডেল টেস্ট
  • ২ টি ২০০ নম্বরের মক টেস্ট

আরো থাকছে:

  • ২৪/৭ টেলিগ্রাম সাপোর্ট
  • পরীক্ষা পর্যন্ত কোর্স ম্যাটেরিয়াল এক্সেস

ভর্তি হতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

কোর্স ফি: ৳১৫০০০ (সেপ্টেম্বর মাসের মধ্যে ভর্তি হলে পাচ্ছেন ৳৩০০০ ছাড়ে ৳১২,০০০)

** দুই কিস্তিতে দিতে চাইলে ৳১২,০০০ (৬০০০ + ৬০০০ +৳২৪০ ক্যাশআউট চার্জ)

** তিন কিস্তিতে দিতে চাইলে ৳১২,০০০ (৬০০০ + ৩০০০ + ৩০০০ +৳২৪০ ক্যাশআউট চার্জ)

ধাপ-১: নিচে বর্ণিত উপায়ে পেমেন্ট সম্পন্ন করুন।

ধাপ-২: পেমেন্ট সম্পন্ন করার পর Enroll Now বাটনে প্রেস করে রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করবেন। ফর্মটি ফিলাপ করার সময় কোনো সমস্যা হলে 01329-67 20 52 নাম্বারে ফোন করবেন।

পেমেন্ট পদ্ধতি:

সরাসরি বিকাশে পেমেন্ট করতে Pay via bKash বাটনে ক্লিক করুন অথবা মোবাইল থেকে Make Payment অপশন সিলেক্ট করে 01868-84 60 52 এই নাম্বারে পেমেন্ট করুন। পেমেন্ট করার পর  ENROLL NOW বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করবেন।

অন্যান্য পেমেন্ট অপশন

Rocket: 017151184050 (Personal)

Nagad: 01715118405 (Personal)

DBBL Nexus: 141.101.0282122
  
টাকা পাঠানোর পর Enroll Now বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করুন। যেকোনো প্রয়োজনে ফোন করুন 01329-67 20 52 এই নাম্বারে।

৪৪ বিসিএস এর কিছু শিক্ষার্থীদের মতামত

৪৩ বিসিএস এর কিছু শিক্ষার্থীদের মতামত

৪১ ও ৪২ বিসিএস এর কিছু শিক্ষার্থীদের মতামত

Pin It on Pinterest

Share This