fbpx

বিসিএস ফাউন্ডেশন কোর্স

প্রিলিমিনারি ভিত্তিক লাইভ ক্লাস ১২০টি

রিটেন ভিত্তিক লাইভ ক্লাস ৬০টি

২৪/৭ টেলিগ্রাম গ্রুপে মেন্টর সাপোর্ট

লাইফটাইম একসেস

একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিসিএস সহ সকল প্রকার সরকারি চাকরি প্রস্তুতির মাস্টার কোর্স

 ♦ BCS ফাউন্ডেশন কোর্স কী?

সর্বশেষ শ্রমশক্তি জরিপে দেখা গিয়েছে বাংলাদেশের শিক্ষিত মানুষের মধ্যে প্রায় ৪৭ শতাংশই বেকার। আপনারা যারা এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেননি অথবা অনার্সে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য ক্যারিয়ার নিয়ে কাজ করার এখনি সুবর্ণ সুযোগ। আর আপনার ইচ্ছা যদি হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিভিল সার্ভিসে জয়েন করা তবে আপনার হাতে ২টি রাস্তা খোলা আছে।

১। এখনি প্রস্তুতি শুরু করা

২। পিছিয়ে পড়া

কেন? কারণ আমাদের ইউনিভার্সিটি গুলোতে চাকরির পড়া পড়ানো হয়না। অনার্স বা মাস্টার্সে আমরা যে পড়াশোনা করি, চাকরির পরীক্ষায় সেখান থেকে ১ নাম্বার ও কমন আসে না। কিন্তু গ্রাজুয়েশন শেষ করেই আমাদের চাকরির প্রতিযোগিতায় নামতে হবে। তাই আপনি যদি এখন থেকেই বা গ্রাজুয়েশন করাকালীন সময় থেকেই চাকরির প্রস্তুতি না নেন তাহলে আপনাকে আপনার সাবজেক্ট এ গ্রাজুয়েশন কমপ্লিট করার পর চাকরির পড়ার উপর আরেকটি গ্রাজুয়েশন করতে হবে।

তাই একাডেমিক পড়াকালীন সময় থেকেই বাংলাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় প্রতিযোগীদের সঠিক গাইডলাইনের মাধ্যমে মজবুত ভিত্তি নির্মাণ করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতেই এই কোর্সের আয়োজন।

♦ BCS ফাউন্ডেশন কোর্স কাদের জন্য?

ইউনিভার্সিটির ১ম/২য়/৩য়/৪র্থ বর্ষের শিক্ষার্থীরা যারা এখন থেকে নিজেদের মূল পড়াশোনার ক্ষতি না করেই ৪৭/৪৮/৪৯/৫০ তম বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের বিসিএস ফাউন্ডেশন কোর্স।

এ কোর্সে একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটি পরিপূর্ণ গাইডলাইন ফলো করে আপনি শুধু মাত্র ছুটির দিন গুলো কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে চাকরির একটি সলিড প্রস্তুতি নিতে পারবেন।

♦ ফাউন্ডেশন কোর্সের বৈশিষ্ট্য

এই কোর্সে নেওয়া হবে প্রিলিমিনারি ভিত্তিক ১২০ টির বেশি লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসগুলোতে প্রতিটি বিষয় পড়ানো হবে একদম জিরো লেভেল থেকে। যাতে করে যে বিষয়গুলোতে আপনার দূর্বলতা রয়েছে সেগুলোর বেসিক আপনি ক্লিয়ার হয়ে যেতে পারেন।

এছাড়াও লিখিত ভিত্তিক লাইভ ক্লাস নেওয়া হবে ৬০ টির বেশি। এই লাইভ ক্লাসগুলোতে আমরা বিশেষভাবে জোর দিবো ইংরেজি এবং গণিতের উপর। আপনারা নিশ্চয়ই জানেন ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং এবং গণিতে ভালো না করার জন্য অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত জবটি পায়না। যাতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি পেতে পারেন আমরা বিশেষ ভাবে যত্ন নিবো ইংরেজির এবং গণিতের উপর।

আপনি ক্লাসে যা শিখছেন তা যাচাই করার জন্য নেওয়া হবে ১৮০টির বেশি এক্সাম। একঘেয়ে পড়াশোনাকে আনন্দদায়ক করার জন্য P2A বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে এসেছে কাহুট। যেখানে আপনি গেম খেলতে খেলতে নিতে পারবেন চাকরির প্রস্তুতি।

এই কোর্সের সাথে আপনি আরো পেয়ে যাচ্ছেন ২ টি উপহার!

প্রথমটি হচ্ছে আপনি এই কোর্সে এনরোল করার সাথে সাথে পেয়ে যাবেন একটি পূর্ণাঙ্গ কোর্সের রেকর্ডেড ভার্সন। যাতে করে যেকোনো সময় যেকোনো বিষয়ের উপর বা আপনার যদি রিসেন্ট কোনো চাকরির এক্সাম থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রিপারেশন নিতে পারবে। 

আর দ্বিতীয় উপহারটি হচ্ছে এই কোর্সের লাইফটাইম মেম্বারশিপ। মানে আপনাদের যে রেকর্ডেড কোর্সগুলো থাকবে তার সারাজীবন একসেস থাকবে। সেই সাথে আপনার যদি কোনো লাইভ ক্লাস মিস হয় পরবর্তী ব্যাচগুলোর সাথে বার বার এই লাইভ ক্লাসগুলো করতে পারবেন।

একাডেমিক পড়াশোনা আর ফাউন্ডেশন কোর্স একসাথে চালিয়ে যাবেন কীভাবে?

এই কোর্সে লাইভ ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। রিটেন ভিত্তিক একটা লাইভ ক্লাস নেওয়া হবে প্রতি শুক্রবার বিকাল ৩ টায়। শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় কোর্সের টাইম আপনার একাডেমিক টাইম শিডিউলের সাথে সাংঘর্ষিক নয়। এ দুটি ক্লাসের উপর এক্সাম হবে সোম ও বুধবার। আর কোনো কারণে যদি লাইভ ক্লাস মিস করেন তাহলে রেকর্ড তো থাকছেই।

P2A তে আপনি পাচ্ছেন ২৪ ঘন্টা মেন্টর সাপোর্ট। আপনি যখনই পড়তে বসবেন বা প্রশ্ন সলভ করবে বা যখনই কোনো বিষয়ে আটকে যাবেন, বুঝতে আসুবিধা হবে সাথে সাথে প্রশ্ন করতে পারবেন আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে। যেখানে P2A এর মেন্টররা সবসময় রেডি থাকবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

এই লিংকে ক্লিক করে দেখে নিন পুরো কোর্সের রুটিন

🎯 যেভাবে পড়ানো হবে ফাউন্ডেশন কোর্সে:

✅ একটা টপিকের উপর আগেই প্রি-রেকর্ড ক্লাস দেয়া হবে। স্টুডেন্টরা সেই ক্লাস দেখে আসবে। এরপর হবে গুগল মিটে লাইভ ক্লাস।

✅ লাইভ ক্লাসে প্রতিটা টপিক বিস্তারিত পড়ানো হবে। ঐ টপিকের উপর স্টুডেন্টরা Kahoot Game খেলবে।

✅ একেকটা Kahoot Game এ ৪০/৫০ টা প্রশ্ন থাকে। প্রতিদিন ১/২ টি গেম খেললে সপ্তাহে প্রায় ৬০০-৭০০ প্রশ্ন সলভ করা হয়ে যাবে।

✅ এই ৭০০ প্রশ্ন গুগল ফর্মে রিভিশান দেয়ানো হবে। তারপর হবে সাপ্তাহিক মেগা এক্সাম।

✅ প্রতিটি সাবজেক্ট শেষ হলে নেয়া হবে সাবজেক্ট ফাইনাল।

✅ সাপ্তাহিক মেগা এক্সাম হবে ৬০ টি।

✅ প্রতিটা মেগা এক্সাম এবং সাবজেক্ট ফাইনালে থাকছে পুরস্কার।

🎯 যা থাকছে এই কোর্সে

✅ প্রিলিমিনারি ভিত্তিক লাইভ ক্লাস ১২০টি

✅ রিটেন ভিত্তিক লাইভ ক্লাস ৬০টি

✅ সকল লাইভ ক্লাস রেকর্ড দেখার সুযোগ

✅ কাহুট গেম: ৬০০+ (প্রতি কাহুটে ৪০-৫০টি প্রশ্ন)

✅ ২৫ হাজার প্রশ্নের প্রশ্ন ব্যাংক গুগল ফর্মে

✅ সাপ্তাহিক মেগা এক্সাম ৫০+

✅ সাবজেক্ট ফাইনাল ১০টি

🎯 আরো থাকছে:

✅ ২৪/৭ টেলিগ্রাম গ্রুপে মেন্টর সাপোর্ট

✅ লেকচার স্লাইড

✅ গুরুত্বপূর্ণ টপিকের PDF

🎯 কোর্স ফি এবং ভর্তি প্রক্রিয়া:

এই কোর্সে আপনারা পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ফ্লেক্সিবল পেমেন্ট অপশন। মাত্র ৩ হাজার টাকায় ভর্তি হয়ে বাকি ৯টি কিস্তিতে ১ হাজার করে মাত্র ১২ হাজার টাকায় আপনারা এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন। 

Money Bag on Apple iOS 15.4 কোর্স ফি: টোটাল ১২,০০০ টাকা।

প্রথম মাসে ৳৩০০০ দিয়ে ভর্তি। এরপর প্রতি মাসে মাত্র ৳১০০০ করে পরিশোধ করা যাবে।

আপনি যেকোনো মাসে জয়েন করতে পারবেন এবং পরবর্তী ১৩ মাসের মধ্যে আপনার বিসিএস এর পুরো সিলেবাস একবার শেষ হবে।

একাধিক মাসের কিস্তি একসাথে দেয়া যাবে। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ঐ মাসের কিস্তি পরিশোধ করতে হবে।

🎯 ভর্তি হতে নিচের পদ্ধতি অনুসরণ করুন:

ধাপ-১: নিচে বর্ণিত উপায়ে পেমেন্ট সম্পন্ন করুন।

ধাপ-২: পেমেন্ট সম্পন্ন করার পর ENROLL NOW বাটনে প্রেস করে রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করবেন।

🎯 পেমেন্ট পদ্ধতি:

সরাসরি বিকাশে পেমেন্ট করতে Pay via bKash বাটনে ক্লিক করুন অথবা মোবাইল থেকে Make Payment অপশন সিলেক্ট করে 01868-84 60 52 এই নাম্বারে পেমেন্ট করুন। পেমেন্ট করার পর ENROLL NOW বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করবেন।

🎯 অন্যান্য পেমেন্ট অপশন

Rocket: 017151184050 (Personal)

Nagad: 01715118405 (Personal)

DBBL Nexus: 141.101.0282122

টাকা পাঠানোর পর Enroll Now বাটনে ক্লিক করে ফর্ম ফিলাপ করুন। যেকোনো প্রয়োজনে ফোন করুন 01329-67 20 52 এই নাম্বারে।

এই কোর্স সম্পন্ন করা কিছু শিক্ষার্থীর মতামত

Pin It on Pinterest

Share This